এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, বোর্ডের কঠোর হুঁশিয়ারি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সাজ্জাদ হোসেন :
চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনীহা প্রকাশ করায় প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এ বিষয়ে সোমবার (১২ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত কিছু পরীক্ষক এবং প্রধান পরীক্ষক নির্ধারিত দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন, যার ফলে উত্তরপত্র মূল্যায়নে বিঘ্ন ঘটছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এই চিঠি অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।