বিমানে উঠেও দলবল নিয়ে নেমে পড়েন পন্টিং, সামনে এলো চমকপ্রদ তথ্য
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
ভারত এবং পাকিস্তানের সংঘাত শুরু হওয়ার পরই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে শুরু করেছিলেন। ভারতের ক্রিকেটাররাও নিজেদের বাড়ি ফিরেছেন। তবে একটি ফ্র্যাঞ্চাইজির প্রায় সব বিদেশি ক্রিকেটার থেকে গিয়েছেন ভারতেই।পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিংয়ের আবেগঘন এক বক্তৃতার জন্যই বিদেশি ক্রিকেটাররা ভারত ছাড়েননি বলে জানা গিয়েছে। পন্টিং নিজেও থেকে গিয়েছেন ভারতে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পন্টিং ভারত ছেড়ে যাবেন বলে ঠিক করেই ফেলেছিলেন। শেষ মুহূর্তে বিমান থেকে নেমে যান। দিল্লিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সঙ্গে পাঞ্জাবের বাকি বিদেশিরাও যাতে থেকে যান, সেই দায়িত্বও নেন। বিদেশিরা পন্টিংয়ের কথায় উদ্বুব্ধ হয়ে ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
পাঞ্জাবের সিইও সতীশ মেনন পিটিআইকে বলেছেন, “এতেই পন্টিংয়ের চারিত্রিক দৃঢ়তা বোঝা যায়। উনিই এই কাজ করতে পারেন।”
ঘটনাচক্রে, এই পাঞ্জাবের বিরুদ্ধেই দিল্লির ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। দু’দলের ক্রিকেটাররা ট্রেনে করে দিল্লিতে পৌঁছান। পাঞ্জাব দলে থাকা অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার মার্কাস স্টয়নিস, অ্যারন হার্ডি, জশ ইংলিস এবং জেভিয়ার বার্টলেট থেকে গিয়েছেন।
দলের এক সূত্র বলছে, “বিদেশি ক্রিকেটাররা এসব দেখে অভ্যস্ত নয়। তাই ওদের চিন্তা হবেই। স্টয়নিসের নেতৃত্বে ওরা যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে চেয়েছিল। কিন্তু পন্টিং ওদের বোঝায় অস্ত্রবিরতি পর্যন্ত থেকে যাওয়ার জন্য। ওরা রাজি হয়।”
জানা গিয়েছে, পাঞ্জাবের মার্কো জানসেন একমাত্র বিদেশি যিনি ভারত ছেড়ে গিয়েছেন। তবে নিজের দেশে ফেরেননি। তিনি দুবাইয়ে আছেন। ক্রিকেটাররা ভারত না ছাড়ায় আইপিএল শুরু হওয়ার আগে পাঞ্জাব বাড়তি সুবিধা পাচ্ছে। যে কোনও মুহূর্তে খেলতে নামার জন্য তারা তৈরি।