
ক্রীড়া ডেস্ক:
আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতি বলছে, এটি আসলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ টুর্নামেন্ট শুরু করতে প্ল্যান বি প্রস্তুত করছে। তবে সেই প্ল্যান বি আলোর মুখ দেখার আগেই আইপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ভারত ছাড়তে শুরু করেছেন।
বিসিসিআই এক সপ্তাহ পরই আইপিএল শুরুর চেষ্টা করছে বলে জানানো হয়েছে। দেশটির দক্ষিণের তিন শহর চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে বাকি ম্যাচগুলো খেলাতে চায় তারা। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকারা এই পরিস্থিতিতে এখনই আইপিএল পুনরায় মে’র মধ্যে শুরু সম্ভব নয় ধরে নিয়েছে। ক্রিকেটারদের তেমনই বার্তা দেওয়া হয়েছে।
মে’র মধ্যে আইপিএল শেষ করা না গেলে বাকি অংশ আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে। সংবাদ মাধ্যম ক্রিকইনফো এমনই দাবি করেছে। তারা জানিয়েছে, ১১ জুন ওর্য়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় মে’র মধ্যে টুর্নামেন্ট শেষ না করা গেলে তারা আসবেন না। আবার জুনে ভারতের ইংল্যান্ড সফর আছে।
ফ্র্যাঞ্জাইজি মালিকরা এখনই আইপিএল শুরু হচ্ছে না ধরে নিলেও এটাও জানিয়েছেন, আইপিএল মে’র তৃতীয় সপ্তাহের পর পরই শুরু করা গেলে বিদেশি ক্রিকেটাররা ফিরে আসবেন। তারা এমন প্রতিশ্রুতি দিয়েই ভারত ছাড়ছেন।
আইপিএলে ১২টি লিগ ম্যাচ বাকি আছে। প্লে অফ ও ফাইনাল মিলিয়ে আছে ১৬ ম্যাচ। ইএসপিএন দাবি করেছে, বাকি ম্যাচগুলো ভারত নিজ দেশেই আয়োজনের চেষ্টা করছে। সেক্ষেত্রে আগস্ট ও সেপ্টেম্বরকে সম্ভাব্য সময় ধরে রাখা হয়েছে। আগস্টে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা আছে। নিরাপত্তা অজুহাতে ওই সফর ভারত বাতিল করতে পারে বলে এরই মধ্যে খবর এসেছে। পাকিস্তানকে নিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপও আয়োজন করতে রাজি নয়। ওই সময়টা আইপিএল শেষ করতে চায় ভারত।