
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের বসতবাড়ির পাশের কৃষিজমি থেকে নবম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকালে উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জান্নাতি (১৫) কাগজিপাড়া গ্রামের কৃষক জাহিদুল হকের মেয়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জান্নাতির চাচা খলিল বলেন, বাড়ির পাশের একটি জমিতে জান্নাতির মরদেহটি উপুড় হয়ে পড়ে ছিল। সকালে সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। জান্নাতির বাবার সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিপক্ষের কয়েকজনের নামও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, রাতে ঘরে ছিল জান্নাতি। গভীর রাতে কয়েকজন লোক তাকে বের করে নিয়ে মেরে ফেলে রেখে গেছে। রাতে হামলার সময় বাড়ির সবাই চিল্লাচিল্লি করছে। ওরা লাঠি হাতে এসেছিল। সকালে জান্নাতির মরদেহ পাওয়া গেছে। যারা এটা করছে, তাদের চিনি আমরা। যারা মারছে তাদের সঙ্গে জান্নাতির বাবা ও আমার জমি নিয়ে মামলা চলছে। বিভিন্ন সময় আমাদের ক্ষতি করে আসছে তারা। মামলায় সব উল্লেখ করবো।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিলের এমন দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। রাতে জান্নাতিকে তুলে নিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজনের চিৎকারের বিষয়টিও নিশ্চিত করতে পারেনি স্থানীয়রা। তবে জমি নিয়ে দ্বন্দ্বে জান্নাতির হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে সন্দেহ রয়েছে স্থানীয়দের। তবে কারা এই হত্যাকাণ্ডে জড়িত- তা কেউ নিশ্চিত করতে পারেনি।
ওসি হাবিবুল্লাহ জানান, ‘নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্য কোনও আলামত পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ডে জড়িত- তা এখনও জানা যায়নি। মামলা হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’