প্রীতি ম্যাচে নর্থ-সাউথকে উড়িয়ে দিলো ইউল্যাব

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

অ্যালামনাইদের এক প্রীতি ম্যাচে নর্থ-সাউথ ইউনিভার্সিটিকে (এনএসইউ) ৭ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

৩০ ওভারের ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে এনএসইউ সব উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। শুরু থেকেই ইউল্যাবের পেসাররা ম্যাচের লাগাম নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। বিশেষ করে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়ে এনএসইউর ব্যাটিং লাইনআপ ভেঙে দেন স্বপন ও আসিফ। গতি ও সুইংয়ের পাশাপাশি লাইন-লেংথেও ইউল্যাবের বোলাররাও ছিলেন দুর্দান্ত।

পরবর্তীতে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী মনোভাব দেখায় ইউল্যাব। ইনিংসের শুরুতেই ওপেনার সোহেল ঝড়ো ইনিংস খেলে ম্যাচের রূপটাই পাল্টে দেন। মাত্র ৪২ বলে অপরাজিত ৭৫ রান করে তিনি জয়ের মঞ্চ তৈরি করেন। মাঝখানে টিটু এবং শেষদিকে অধিনায়ক নাজিমের সঙ্গে গড়া দুটি গুরুত্বপূর্ণ জুটিতে ইউল্যাব মাত্র ২৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

এনএসইউ ও ইউল্যাবের এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে ওয়াইপিএবি এবং রিন্ড চিজ ফ্যাক্টরি। এই প্রীতি ম্যাচ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এর মাধ্যমে বন্ধুত্ব, মিলন এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার একটি উৎসব সম্পন্ন হয়েছে।