
ক্রীড়া ডেস্ক:
২০২১ সাল থেকে ক্রিকেটারদের মধ্যে মাসসেরা পুরস্কার দিয়ে আসছে আইসিসি। সে বছরের মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম। একই বছরের জুলাইয়ে সাকিব আল হাসানের হাতে ওঠে এই পুরস্কার।
২০২৩ সালের মার্চে আরও একবার সাকিব জিতেছিলেন প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার। সে বছরের নভেম্বর একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাহিদা আক্তার পেয়েছিলেন এই পুরস্কার। বাংলাদেশি এই চার ক্রিকেটারের পর এবার সুযোগ এসেছে মেহেদী হাসান মিরাজের সামনে।
গতকাল এপ্রিলের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে পুরুষ ক্রিকেটারদের তালিকায় জায়গা পেয়েছেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ১৫ উইকেট ও ১৭৮ রান করে মাসসেরার তালিকায় নাম উঠেছে মিরাজের। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই পেসার জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সের সঙ্গে। তিন জনের মধ্যে মিরাজ কিছুটা এগিয়ে থাকবেন অলরাউন্ডারের দিক থেকে।
আগামী সোমবার বিজয়ীর নাম ঘোষণা করবে আইসিসি। এদিকে নারী ক্রিকেটারদের মধ্যে এপ্রিল মাসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হাইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।