খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ট্রেনযোগে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

নিজেস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। দুই পুত্রবধূসহ খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার এম্বুলেন্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯ টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির।
এদিকে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সড়কপথের ভোগান্তি এড়াতে দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রেনযোগে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে।
ঢাকা অভিমুখে প্রায় প্রতিটি ট্রেনেই কমবেশি আছেন বিএনপি নেতাকর্মীরা। অধিকাংশই নামছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে।
তাদের কারো হাতে রয়েছে প্লেকার্ড সম্বলিত শুভেচ্ছা বার্তা, দলীয় পতাকা এবং ব্যানার। বিমানবন্দরের সামনের সড়ক সকাল ৮টার আগেই নেতাকর্মীদের পদচারণায় ভরে উঠে।
সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ দক্ষিণ যুবদল নেতা দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী আসেন ঢাকায়। কমিউটার ট্রেন থেকে নেমেই স্লোগান দিতে থাকেন তারা।
বিএনপি কর্মী সাজ্জাদ বলেন, আমাদের গণতন্ত্রের মা আজ দেশে ফিরছেন, এটা বড়ই আনন্দের খবর। তার আগমনে আমরা ধন্য। প্রিয় নেত্রীর সুস্বাস্থ্য কামনা ও শুভেচ্ছা জানাতে আমরা এসেছি।
জামালপুর থেকে এসেছেন বিএনপি কর্মী মারুফ। তিনি বলেন, আজ হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখোর ঢাকা শহর। আমাদের নেত্রীর আগমনের বার্তায় খুশির বন্যা বইছে। আমি আগেই চলে এসেছি প্রিয় নেত্রীকে দেখতে।
ময়মনসিংহ মহানগর বিএনপি নেতা মোহাম্মদ সেলিমের নেতৃত্ব বড় একটি শোডাউন দেখা যায় বিমানবন্দর স্টেশনে। যারা ট্রেনযোগে ঢাকায় এসেছেন। মোহাম্মদ সেলিম বলেন, আজ গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দেশে আগমন। আমরা নেত্রীকে স্বাগত জানাতে সড়কে অবস্থান করবো। নেত্রীর বাসভবন ফিরোজায় পৌঁছানো পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো থাকবো আমরা।