আইওএমের লিবিয়ার আঞ্চলিক পরিচালকের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক :
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়ার পূর্বাঞ্চলের আঞ্চলিক পরিচালক সেরোভিনা তাতজানার সঙ্গে বৈঠক করেছেন।
গত ২ মে হওয়া বৈঠক নিয়ে ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে বেনগাজীসহ লিবিয়ার পূর্বাঞ্চল থেকে বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত আইওএম বেনগাজীর অফিস থেকে দূতাবাসের কনস্যুলার সেবা প্রদানের সুযোগ এবং গানফুদা ডিটেনশন সেন্টার ও পূর্বাঞ্চলে বিপদগ্রস্ত বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য আঞ্চলিক পরিচালককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ভবিষ্যতে বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসন কার্যক্রম আরও কার্যকরভাবে সম্পন্ন করতে উভয় পক্ষ একযোগে কাজ করার বিষয়ে সম্মত হন। এ ছাড়া, রাষ্ট্রদূত আইওএম বেনগাজী অফিসে দূতাবাসের কনস্যুলার সেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সেবা প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন। এ সময় প্রবাসীরা বেনগাজীতে কনস্যুলার সেবা প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার অনুরোধ করেন।এ ছাড়া, গত ৩ মে দূতাবাসের মিনিস্টারের (শ্রম) নেতৃত্বে একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে এবং সেখানে আটক বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় দূতাবাসের পক্ষ থেকে ৯২ জন অভিবাসীর সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং তাদের অনুকূলে ট্র্যাভেল পারমিট (আউটপাস) ইস্যুর লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। সাক্ষাৎকারে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর দূতাবাস শিগগিরই তাদের জন্য আউটপাস ইস্যু করবে। একইসঙ্গে এসব অভিবাসীদের দ্রুততম সময়ে বাংলাদেশে ফেরত পাঠাতে দূতাবাস ইতোমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে যোগাযোগ করেছে।