বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, থানায় অভিনেত্রী

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

বলিউডে কাজের সুযোগ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছেন, অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে থানায় হাজির হয়েছেন এক অভিনেত্রী।

মুম্বাইয়ের চারকপ থানায় এজাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সেই অভিনেত্রী ৷ অভিযোগ দায়ের পরই তদন্তে নেমেছে পুলিশ।

অভিনেত্রী জানিয়েছেন, ওটিটি শো হাউস অ্যারেস্ট-এ রোল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এজাজ ৷ পাশাপাশি আরও নতুন প্রোজেক্টে কাজের সুযোগের আশ্বাসও দিয়েছিলেন তিনি। বলেছিলেন, বিয়ে করবেন।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৪ মার্চ এজাজ তার বাড়িতে ডেকে পাঠান অভিনেত্রীকে ৷ সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন ৷ এখানেই শেষ নয়, এজাজ নাকি অভিনেত্রীকে বেশ কয়েকবার যৌন নির্যাতন করেছেন ৷

অভিনেত্রী আরও জানিয়েছেন, এজাজ তার দায়িত্ব নেবেন বলে আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু সেই কথা রাখেননি।

লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে ৷ অন্যদিকে ইতোমধ্যেই ‘হাউস অ্যারেস্ট’ শোয়ের জন্য আম্বোলি থানায় এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বজরঙ্গ দল ৷ শোয়ে মেয়েদের সম্মান রক্ষা না করা ও কুরুচিকর কনটেন্ট সামনে আনা নিয়ে অভিযোগ তোলা হয়েছে ৷

মুম্বাই পুলিশ এজাজ ও শোয়ের সঙ্গে জড়িত সকলের নাম অভিযোগ দায়ের হয়েছে ৷ এই অভিযোগ প্রমাণিত হলে প্রথমবার দোষীকে ৩ বছরের জেল ও ৫ লাখ টাকার জরিমানার শাস্তি দেওয়া হয় ৷ দোষের পুনরাবৃত্তি হলে ৫ বছরের জেল ও ১০ লাখার জরিমানার শাস্তি দেওয়া হয় ৷

ওটিটি প্ল্যাটফর্ম ‘উল্লু’তে কয়েকদিন আগেই শুরু হয়েছে ‘হাউস অ্যারেস্ট’ নামে এক রিয়েলিটি শো ৷ এই শো ঘিরে বিতর্ক শুরু হতেই নেটপাড়ায় তা নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে ৷

মহারাষ্ট্রের বিজেপি মহিল মোর্চার প্রেসিডেন্ট চিত্রা ওয়াঘ এই শোয়ের তীব্র সমালোচনা করেছেন ৷ অন্যদিকে, ন্যাশনাল কমিশন অফ ওমেন উল্লু-র সিইও বিভু আগরওয়াল ও এজাজ খানকে ৯ মে কমিশনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ এর মধ্যেই অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠলো।