কাশ্মীর নিয়ে পাকিস্তান-ভারত বিরোধ নিরসন করতে চায় রাশিয়া

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন এবং কাশ্মীর নিয়ে ইসলামাবাদ-নয়াদিল্লির মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

রোববার (৪ মে) দুই নেতার কথোপকথনের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়া পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য কাজ করতে প্রস্তুত। আলোচনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনার উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।

টেলিগ্রামে পোস্ট এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদ এবং নয়াদিল্লির পক্ষ থেকে পারস্পরিক ইচ্ছার ক্ষেত্রে, কাশ্মীরের পহেলগাম এলাকায় ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ফলে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য রাশিয়া প্রস্তুত থাকার ওপর জোর দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে মতবিরোধ নিরসনের আহ্বান জানানোর দুই দিন পর ইসহাক দারের সঙ্গে ল্যাভরভের কথোপকথন হলো।

সম্প্রতি পেহেলগামের পাহাড়ি পর্যটন কেন্দ্রে হামলা চালিয়ে সন্ত্রাসীরা কমপক্ষে ২৬ জনকে হত্যা করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি বেশ কয়েকটি যুদ্ধ, বিদ্রোহ এবং কূটনৈতিক অচলাবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রাশিয়া কয়েক দশক ধরে ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী এবং সোভিয়েত আমল থেকেই নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।