
মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ভারত থেকে শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পাঠিয়েছে (পুশব্যাক) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (৪ মে) ভোরে সোনাপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশব্যাক করার পর গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
১০৫ মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন বলেন, সোনাপুর মাঝপাড়া সীমান্তের ১০৭ নম্বর পিলারের পাশ দিয়ে ১০ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশব্যাক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
সীমান্ত পার হয়ে দেশে আসা ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কলারোয়া গ্রামের সন্তোষ দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৬), মাদারীপুরের হাসেনকান্দা গ্রামের বেল্লাল শেখের ছেলে রিপন শেখ (৩৫), খুলনার ঘনাবান্দা গ্রামের সুব্রত রায়ের মেয়ে সেজুতি রায় (২০), খুলনার দিয়াড়াবিল গ্রামের দীপঙ্কর রায়ের স্ত্রী কৌশল্লা (৩৭), নড়াইলের পংকবিলা গ্রামের অসীম সরকারের স্ত্রী অর্চনা রানী সরকার (৫২), যশোরের বুগেলহাট গ্রামের শহীদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), যশোরের কন্যাদা গ্রামের তাজউদ্দিনের ছেলে তারেক হোসেন (২৫), যশোর অভয়নগরের শ্যামল বিশ্বাসের ছেলে দেবদাস বিশ্বাস(৩৬), দেবদাস বিশ্বাসের স্ত্রী রুপা বিশ্বাস (২৭) এবং ছেলে জয়দেব বিশ্বাস (৮)।
মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারকৃত ১০ জনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছেতিনি আরও বলেন, বেশ কিছুদিন আগে তারা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যায়। আবার কেউ কাজ করতে ভারতে যাওয়ার পর বিএসএফ ও পুলিশের হাতে আটক হয়ে সেখানে কারাগারে ছিলেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করে বিএসএফ।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে ১০ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিজিবি বাদী হয়ে একটি এজাহার দিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।