ঘন ঘন ক্লাচ চেপে বাইকের ক্ষতি করছেন না তো?

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

বাইকে ক্লাচ সিস্টেম তৈরি হয়েছে মূলত ইঞ্জিন এবং চাকার সংযোগ নিয়ন্ত্রণের জন্য। ক্লাচ চাপার ফলে চাকার সাথে গিয়ারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনের শক্তি চাকা পর্যন্ত পৌঁছায় না, ফলে বাইক তখন ‘নিউট্রাল’- অর্থাৎ মুক্ত হয়ে যায়।

তবে বাইকারদের অনেকের একটি নেতিবাচক অভ্যাস হলো-ঘন ঘন ক্লাচ চাপা। অনেক বাইকার ট্র্যাফিকে পড়লে, কোনো সিগন্যালে দাঁড়ালে, মোড় ঘোরার সময় বা ধীরে চলার সময় পুরো সময় ক্লাচ চেপে রাখেন। এটা অনেকে সুবিধাজনক মনে করলেও এর আড়ালে রয়েছে বড় ধরনের সমস্যা; যা আপনার ও আপনার বাইককে বিপদের মুখে ফেলতে পারে।

তবে চলুন জেনে নেয়া যাক দীর্ঘক্ষণ ক্লাচ চেপে রাখার পরিণতি ও সঠিক পদ্ধতি সম্পর্কে-

দীর্ঘক্ষণ ক্লাচ চেপে রাখার পরিণতি

লম্বা সময় ক্লাচ চেপে রাখলে ক্লাচ প্লেটের ওপর চাপ পড়ে এবং ঘর্ষণ বাড়ে। এতে প্লেট দ্রুত ক্ষয় হয়ে যায়। ফলে গিয়ার ঠিকভাবে কাজ করে না এবং বাইক দ্রুত গতি তুলতেও সময় বেশি লাগে। দীর্ঘ সময় ক্লাচ ধরে রাখলে ক্লাচ লিভার ও কেবলের ওপর অতিরিক্ত টান পড়ে। এতে কেবল ছিঁড়ে যেতে পারে বা লিভার ঢিলা হয়ে যেতে পারে, ফলে রাস্তায় যেকোনো সময় বাইক বন্ধ হয়ে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। ক্লাচ চেপে রাখলে বাইক পুরোপুরি ইঞ্জিন নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায়, তাই কোনো জরুরি অবস্থায় হঠাৎ থামা, গতি কমানো বা নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়। যা নিরাপত্তার জন্যও বিপজ্জনক।ক্লাচ ব্যবহারের সঠিক পদ্ধতি

বাইক চালানোর সময় যদি ট্রাফিকে থামেন তবে বাইককে নিউট্রাল গিয়ার এ রেখে ক্লাচ ছেড়ে দিন। এতে বাইক থেমে যাবে এবং ক্লাচের ওপর চাপ কমবে। ক্লাচ শুধুমাত্র গিয়ার পরিবর্তন করতে ব্যবহার করুন, গতি কমানোর সময় ক্লাচ চেপে রাখলে গিয়ার সঠিকভাবে শিফট হবে না এবং বাইক নিয়ন্ত্রণে অসুবিধা হতে পারে। বাইক চালানোর সময় ক্লাচ কেবল অল্প সময়ের জন্য চেপে রাখুন—যতটা প্রয়োজন, তার বেশি নয়। যদি ধীর গতিতে চলতে থাকেন তাহলে ক্লাচ একসাথে চেপে না রেখে গিয়ার পরিবর্তন করতে চেষ্টা করুন। বাইকের রিভোলিউশন (জচগ) যদি বেশি থাকে, তবে ক্লাচ দীর্ঘ সময় ধরে চেপে রাখা আরো বেশি ক্ষতিকর।

চালু থাকা বাইকে বারবার বা দীর্ঘ সময় ক্লাচ চেপে রাখা মোটেই ভালো অভ্যাস নয়। এটি বাইকের যন্ত্রাংশের ক্ষতিও করে আবার একই সাথে চালকের নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করে। সঠিকভাবে ক্লাচ ব্যবহার করলে বাইকটি আরোও ভালোভাবে কাজ করবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে। তাই বাইক চালানোর সময় ক্লাচের সঠিক ব্যবহার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি চালককেই এই বিষয়টি সতর্কতার সাথে মেনে চলা উচিত।