যুবদল নেতার বাড়িতে দুই দফায় হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবদল নেতা ও তাঁর বন্ধুদের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা এ জন্য জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে দায়ী করেছেন। শুক্র ও শনিবার রাতে দুই দফায় এ হামলা হয় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায়।

স্থানীয় লোকজনের ভাষ্য, শুক্রবার রাত ১০টার দিকে ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন যুবদলের সদস্য অলি মাতবরের বাড়িতে হামলা করে। সেখানে ভাঙচুর চালানোর পর তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে হামলাকারীরা অলি মাতবরের বন্ধু শাওন ও শাহজালালের বাড়িতেও হামলা করে।

অলির ভাই খলিল মাতবরের ভাষ্য, পূর্ববিরোধের জের ধরে তাদের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এর নেতৃত্বে ছিলেন ছাত্রদল নেতা মাসুদ। তারা বাড়ি ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। যাওয়ার সময় তাদের নিকটাত্মীয় সুমনকে একা পেয়ে কুপিয়েছে। অলির দুই বন্ধুর বাড়িতেও লুটপাট চালিয়েছে।

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ শনিবার বিকেলে এ হামলার দায় অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা করা হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, শুক্রবার রাতে হামলার পর শনিবার রাত ৮টার দিকে নাগেরবাগ এলাকায় আরেক দফায় হামলা চালানো হয়। এতে মাসুদের নেতৃত্বে রনি, মামুন, মফিজ, রবিউল, বিদ্যুৎ, শামীম, আকাশ, সবুজ, শাকিব, শুভসহ ৪০-৫০ জন অংশ নেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, নাগেরবাগ এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। শুক্রবার রাতের বিষয়ে খলিল মাতবর সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।