পরেরবার বেশি পারিশ্রমিক নেবেন বরবাদ’র জিল্লু

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৫

বিনোদন ডেস্ক :

মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় দর্শকের মুখে মুখে বহুল প্রচলিত সংলাপ- ‘এই জিল্লু মাল দে’। হ্যাঁ, সেই জিল্লু চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। বাংলাদেশের দর্শকের ভালোবাসা পেয়ে ঢাকায় ছুটে এসেছেন তিনি। এখানে দুই-তিন দিন থাকার পরিকল্পনা রয়েছে তার।তবে এই সিনেমা ঘিরে জিল্লুকে নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে দর্শকদের মাঝে। আর তাতে বেশ আপ্লুত এই অভিনেতা। ঢাকায় পা রাখার পর বিভিন্ন সিনেমা হলে গিয়ে ‘বরবাদ’ দেখেছেন তিনি। সেখান থেকে সাংবাদিকদের প্রশ্নের মুখেও পড়েছেন।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে প্রশ্নের মুখে পড়তে দেখা গেল অভিনেতাকে। শ্যাম ভট্টাচার্য বলেন, ‘এটা বলা যাবে না। তবে খুব বেশি একটা না। প্রোজেক্টটা বড়, আমি জানতাম না। তবে অসন্তষ্ট না। আর আমি শাকিব স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তো যেটা আমাকে অফার করা হয়েছিল, আমি ওটা নিয়ে আর দর কষাকষি করিনি।’
শ্যাম ভট্টাচার্য বলেন, ‘আমি সবে শুরু করেছি, অভিনয় জগতে যারা আছে, আস্তে আস্তেই এটা বাড়ে। ছবি করা মানে একটা চান্সও দেওয়া।’

 

এই অভিনেতা আরও বলেন, ‘এবার আমি বলতে পারি, দর্শকদের কাজ আমার ভালো লেগেছে, আমি মানুষের ভালোবাসা পেয়েছি। একটা নতুন কাজে প্রোডিউসারকে ভরসা দেওয়া, সেটাও আছে। সে ভরসা দেওয়াটা এরকমভাবেই অর্জন করতে হয়।

এরপর বাংলাদেশে সিনেমার অফার পেলেও কাজ করবেন এই অভিনেতা। পারিশ্রমিক প্রসঙ্গে জানালেন, তিনি অবশ্যই পারিশ্রমিক তখন বাড়িয়ে নেবেন। বলেন, ‘১০০ বার চেষ্টা থাকবে বাড়ানোর, নিশ্চয়ই বাড়াব।’

উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমা নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে মেগাস্টার শাকিব খান ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।