
ডেস্ক রিপোর্ট:
আগামী মাসে গোপন সমাবেশে (কনক্লেভ) পরবর্তী পোপ নির্বাচন করবেন কার্ডিনালরা। ভ্যাটিকান সোমবার এ কথা জানিয়েছে। ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন করতে বিশ্বজুড়ে প্রায় ১৩৫ জন রোমান ক্যাথলিক কার্ডিনাল অংশ নেবেন।
৭ মে সমাবেশ শুরু হবে সিস্টিন চ্যাপেলে। পরবর্তী পোপ নির্বাচন করতে কত সময় লাগবে, তার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। তবে আগের ২০০৫ ও ২০১৩ সালে অনুষ্ঠিত দুটি সমাবেশ মাত্র দু’দিন স্থায়ী হয়েছিল।
ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেন, কার্ডিনালরা প্রথমে সেন্ট পিটার্স বাসিলিকায় এক মহাসমারোহে অংশ নেবেন। এরপর ভোটদানে যোগ্যরা সিস্টিন চ্যাপেলে গোপন ব্যালটে অংশ নেবেন। বিবিসি।