ঢাকায় ডাটাস্কেপের উদ্যোগে মার্কেট রিসার্চ কনক্লেভ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

সেলিনা আক্তার:

 

ঢাকায় ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেড এর পক্ষ থেকে সাউথ এশিয়ায় প্রথম বারের মতো ‘দ্য ফিউচার অব ইনসাইটস: ব্রিজিং ট্রেডিশনাল অ্যান্ড ডিজিটাল এজ’ শীর্ষক মার্কেট রিসার্চ কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে শীর্ষস্থানীয় বাজার গবেষণা প্রতিষ্ঠান ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের আয়োজনে রাজধানীর ব্র্যাক সেন্টারে এই মার্কেট রিসার্চ কনক্লেভ অনুষ্ঠিত হয়।

ওই কনক্লেভে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংস্থার মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান এবং অন্যান্য প্রতিনিধি, পেশাজীবি এবং অন্যান্য সেক্টরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। দিনের শুরুতে ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের ডিরেক্টর আবদুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের প্রথম পর্বের আয়োজন শুরু হয়।

বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত তরুণ পেশাজীবীদের নিয়ে “ডরহহরহম পড়হংঁসবৎ ধঃঃবহঃরড়হ রহ ধ হড়রংু ড়িৎষফ.” বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের মাধ্যমে কনক্লেভের মূল কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ‘আবুল খায়ের গ্রুপ’- এর হেড অফ রিসার্চ ওয়ালিউল মুতাসিম মতিন।

কনক্লেভের দ্বিতীয় পর্বে স্বাগত বক্তব্য রাখেন ডাটাস্কেপ একাডেমির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোশাররফ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের হেড অফ মার্কেট রিসার্চ আবদুল্লাহ আল মামুন।

প্যানেল ডিস্কাশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আনোয়ার (হেড অব মার্কেটিং, ডাবর বাংলাদেশ); ভাস্কর কুমার দে (হেড অফ মার্কেটিং, গোদরেজ বাংলাদেশ); প্রফেসর ড. শেখ মোহাম্মদ রফিউল হক, আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মাহমুদুন নবী, পরিচালক, ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেড। প্যানেল ডিস্কাশন সঞ্চালনা করেন বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহাদাত হোসেন।