লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্য রাতে উত্তাল চবি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

বন্যা আক্তার:
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্য রাতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস।
বুধবার (১৩ মার্চ) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এ সময় তাদের ‘ওয়ান টু-থ্রি-ফোর, শাহবাগ নো মোর’, ‘তেরো না চব্বিশ, চব্বিশ চব্বিশ’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘ল-তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায়, শাহবাগের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বুধবার (১৩ মার্চ) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এ সময় তাদের ‘ওয়ান টু-থ্রি-ফোর, শাহবাগ নো মোর’, ‘তেরো না চব্বিশ, চব্বিশ চব্বিশ’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘ল-তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায়, শাহবাগের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোহাম্মদ আলি বলেন, শাহবাগ কায়েম করে দেশের প্রচলিত আইন লঙ্ঘন করে নিরপরাধ রাজনৈতিক নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পরে মবের মাধ্যমে রায়কে চেঞ্জ করেছিল শাহবাগ। শাহবাগের মাধ্যমে শেখ হাসিনা তার ফ্যাসিবাদকে পাকাপোক্ত করেছিল। এই শাহবাগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। চব্বিশে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, সেভাবে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে শাহবাগের ষড়যন্ত্র রুখে দেবো।