নতুন শি‌ল্পে গ্যা‌সের দাম ‌দ্বিগু‌ণের বে‌শি বৃদ্ধির প্রস্তাব পে‌ট্রোবাংলার

চল‌ছে গণশুনা‌নি

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

সেলিনা আক্তার:

 

নতুন শি‌ল্পে গ্যা‌সের দাম ‌দ্বিগু‌ণের বে‌শি বৃদ্ধির প্রস্তাব দিয়ে‌ছে পে‌ট্রোবাংলা। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত গণশুনানিতে বিতরণ কোম্পা‌নিগু‌লোর পক্ষে পে‌ট্রোবাংলা এই প্রস্তাব উত্থাপন ক‌রে‌। গণশুনানির আয়োজন ক‌রে‌ছে বাংলা‌দেশ এনা‌র্জি রেগু‌লেট‌রি ক‌মিশন (বিইআর‌সি)।

পে‌ট্রোবাংলার প্রস্তাব অনুসা‌রে নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে (ক্যাপটিভ) সরবরাহ করা গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা, প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) গ্যাসের অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫.৭২ টাকা করতে হ‌বে। এই প্রস্তাবের উপর শুনানি চল‌ছে।

য‌দিও ব্যবসায়ীরা গ্যা‌সের দাম বৃ‌দ্ধির বি‌রোধীতা ক‌রে বল‌ছেন, বিতরণ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব মেনে গ্যাসের দাম বাড়ানো হলে দেশের শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হতে পারে ও দেশ আমদানি নির্ভর হয়ে পড়‌তে পা‌রে।

গত রোববার সাশ্রয়ী দামে জ্বালানি ও শিল্প উৎপাদনে এর প্রভাব শীর্ষক সেমিনারে প‌লি‌সি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, গ্যাসের দাম দ্বিগুণ করার বিষয়ে সরকারের পরিকল্পনা পণ্যের উৎপাদন খরচ অনেক বাড়িয়ে দেবে। শিল্পকারখানাগুলোকে অপ্রতিযোগিতামূলক করার পাশাপাশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে।