মামুনুল হক ‘আমাদের রাজনীতি শুধুমাত্র আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করা’

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

প্রচলিত রাজনীতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেছেন, আপনারা আজ যে কার্যালয়টির (চুয়াডাঙ্গা জেলা শাখার) উদ্বোধন করেছেন, যদি এটিকে আরও সম্প্রসারিত করতে চান, তাহলে আপনাদের প্রথম প্রশ্ন হবে, প্রয়োজন কি? যদি ইসলামের প্রচারে আমাদের কার্যক্রমের স্বার্থে প্রয়োজন হয় তখন আপনারা সেটা করবেন। আমাদের প্রধান লক্ষ্য, আমাদের রাজনীতি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক চুয়াডাঙ্গা শহরে টাউন ফুটবল মাঠ সংলগ্ন জেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা, উপজেলাসহ সব পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশামূলক বক্তব্য দেন। রাতেই চুয়াডাঙ্গা ত্যাগ করেন।

এর আগে, রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুরে গণ সমাবেশ থেকে চুয়াডাঙ্গায় আসেন মাওলানা মামুনুল হক। এ সময় চুয়াডাঙ্গা জেলার খেলাফত মজলিসের নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মোনাজাতে দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন।

খেলাফত মজলিস চুয়াডাঙ্গা শাখার সভাপতি মুফতি সোয়াইব আহমেদ কাসেমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা শারাফাত হুসাইন, মাওলানা শরিফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আশরাফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, রাজনীতি করতে হলে, সমাজ বিপ্লব করতে হলে, ইসলামকে বিজয়ী করতে হলে, আগে সেই জনগোষ্ঠীর মধ্যে দ্বীনকে বিজয়ী করবে তাদের সঙ্গে মিশতে হবে। সেই সঙ্গে ব্যাপকভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। তারপর চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমাদের রাজনীতি। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায় সেই কাজগুলো আমাদেরকে আগে করতে হবে। অযথা ছবি-ভিডিও তোলা থেকেও নেতাকর্মীদের দূরে থাকার উপদেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খানসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।