৪০ বছরের শিরোপা খড়া কাটালেন পাওলিনি

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

শনিবার রোমের ফরো ইতালিকো কোর্টে দুর্দান্ত পারফরম্যান্সে মার্কিন তারকা কোকো গফকে হারিয়ে ইতিহাস গড়েছেন ইতালিয়ান টেনিস সুন্দরি জেসমিন পাওলিনি। ৬-৪, ৬-২ সেটে জেতেন পাওলিনি। তাতেই হয়েছে ইতিহাস, ৪০ বছর পর ঘরের মাটিতে ইতালিয়ান ওপেনের নারী এককে শিরোপা জেতার কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি টুর্নামেন্টের ৯৫ বছরের ইতিহাসে চতুর্থ ইতালিয়ান নারী বিজয়ী হিসেবেও নিজেকে প্রবেশ করিয়েছেন তিনি।

এই টুর্নামেন্টের নারী এককে সবশেষ ১৯৮৫ সালে ইতালিয়ান টেনিস তারকা রাফায়েলা রেজি চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপর ৩৮ আসর কোর্টে গড়ালেও কোনো ইতালিয়ান শিরোপা জিততে পারেনি। মধ্যে ২০১৪ সালে ইতালিয়ান টেনিস সুন্দরি সারা ইরানি শিরোপার খুব কাছাকাছি এলেও সেরেনা উইলিয়ামসের সামনে দাঁড়াতে পারেনি ফাইনালে।

সেই খড়াই গেল পরশু কাটিয়েছেন ২৯ বছর বয়সী জেসমিন পাওলিনি। গেল পরশু ক্লে কোর্টের ফাইনালের দৈর্ঘ্য হয় ৮৯ মিনিট। এই ম্যাচের শুরুতে উভয় খেলোয়াড়ই স্নায়ুচাপে ভুগলেও ধীরে ধীরে ছন্দে ফেরেন পাওলিনি। প্রথম সেট ৩-১ এগিয়ে যাওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি তাকে। দ্বিতীয় সেটে ৩-০ লিড নেওয়ার পর গফ একটি ব্রেক ফিরে পেলেও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেননি।

শিরোপা জয়ের পর আবেগাপ্লুত পাওলিনি বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। আমার হাতে ট্রফিটা। অবিশ্বাস্য অনুভূতি। ছোটবেলায় আমি এই টুর্নামেন্ট দেখতে আসতাম। তবে কখনো কল্পনাতেও ভাবিনি যে এই শিরোপা উঁচিয়ে ধরবো। আজ আমি নিজে ট্রফি জিতলাম। যা স্বপ্নের চেয়েও বড় কিছু।’

ডেস্ক রিপোর্ট:

ইতালিয়ান ওপেনের নারী একক

৪০ বছরের শিরোপা খড়া কাটালেন পাওলিনি

শনিবার রোমের ফরো ইতালিকো কোর্টে দুর্দান্ত পারফরম্যান্সে মার্কিন তারকা কোকো গফকে হারিয়ে ইতিহাস গড়েছেন ইতালিয়ান টেনিস সুন্দরি জেসমিন পাওলিনি। ৬-৪, ৬-২ সেটে জেতেন পাওলিনি। তাতেই হয়েছে ইতিহাস, ৪০ বছর পর ঘরের মাটিতে ইতালিয়ান ওপেনের নারী এককে শিরোপা জেতার কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি টুর্নামেন্টের ৯৫ বছরের ইতিহাসে চতুর্থ ইতালিয়ান নারী বিজয়ী হিসেবেও নিজেকে প্রবেশ করিয়েছেন তিনি।

এই টুর্নামেন্টের নারী এককে সবশেষ ১৯৮৫ সালে ইতালিয়ান টেনিস তারকা রাফায়েলা রেজি চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপর ৩৮ আসর কোর্টে গড়ালেও কোনো ইতালিয়ান শিরোপা জিততে পারেনি। মধ্যে ২০১৪ সালে ইতালিয়ান টেনিস সুন্দরি সারা ইরানি শিরোপার খুব কাছাকাছি এলেও সেরেনা উইলিয়ামসের সামনে দাঁড়াতে পারেনি ফাইনালে।

সেই খড়াই গেল পরশু কাটিয়েছেন ২৯ বছর বয়সী জেসমিন পাওলিনি। গেল পরশু ক্লে কোর্টের ফাইনালের দৈর্ঘ্য হয় ৮৯ মিনিট। এই ম্যাচের শুরুতে উভয় খেলোয়াড়ই স্নায়ুচাপে ভুগলেও ধীরে ধীরে ছন্দে ফেরেন পাওলিনি। প্রথম সেট ৩-১ এগিয়ে যাওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি তাকে। দ্বিতীয় সেটে ৩-০ লিড নেওয়ার পর গফ একটি ব্রেক ফিরে পেলেও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেননি।

শিরোপা জয়ের পর আবেগাপ্লুত পাওলিনি বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। আমার হাতে ট্রফিটা। অবিশ্বাস্য অনুভূতি। ছোটবেলায় আমি এই টুর্নামেন্ট দেখতে আসতাম। তবে কখনো কল্পনাতেও ভাবিনি যে এই শিরোপা উঁচিয়ে ধরবো। আজ আমি নিজে ট্রফি জিতলাম। যা স্বপ্নের চেয়েও বড় কিছু।’