
নিজেস্ব প্রতিবেদক:
এবারের স্বাধীনতা দিবসে বিভিন্ন কারাগারে থাকা ১৭ কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্দিদের মধ্যে সবাই ইতোমধ্যে সাজার মেয়াদের অর্ধেক শেষ করেছেন এবং তারা প্রায় সবাই গুরুতর অসুস্থ। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা তাদের মুক্তির সুপারিশ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের কারাগার উইং জানিয়েছে, স্বাধীনতা দিবসে চলতে-ফিরতে অক্ষম ও কারাগারে সদাচরণ করা মোট ১৭ জনকে দেশের সাতটি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও কারা অধিদপ্তর এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বুধবার বলেন, স্বাধীনতা দিবসে লঘুদণ্ডে দণ্ডিত এবং অক্ষম কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়। কয়েদিরা হলেন– বরিশাল কারাগারের আনিসুর রহমান, কুমিল্লা কারাগারের অলি মিয়া ও মমতাজ উদ্দিন, রাজবাড়ী কারাগারের মেহেদী হাসান, সিলেট কারাগারের মহিব উল্যাহ, খোরশিদ আলী, শাহীনুর আলম শাহীন, সুফি মিয়া, হবিব আলী, তেরা মিয়া ওরফে মুহিবুর, আনর আলী, শফিক মিয়া, বাদশা মিয়া ও কামাল আহমেদ, পাবনা জেলা কারাগারের আবুল কালাম, চট্টগ্রাম কারাগারের কবির হোসেন ও বগুড়া কারাগারের রফিকুল ইসলাম।