সিরিজ নির্ধারণী ম্যাচে থাকছে একাধিক পরিবর্তন

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

শারজাহর মাঠ ছোট, বৈশ্বিক বিবেচনায় আরব আমিরাত প্রতিপক্ষ হিসেবেও ছোট। এই দুই ছোটর বিপক্ষেও প্রথম ম্যাচে দল হিসেবে ঝড় তুলতে পারেনি বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ৫৩ বলে ১০০ রান না করলে লো স্কোরিং ম্যাচ হয়ে যেত। কারণ ইমনের দিনে বাকি ব্যাটাররা ভালো খেলেননি। তাওহীদ হৃদয়ের ২০ রানই ছিল ইনিংসে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ।

সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে দলীয় পারফরম্যান্সের ওপরই ফোকাস থাকবে বেশি। কোচ ফিল সিমন্স ব্যাটারদের কাছ থেকে ইমপ্যাক্ট ইনিংস চান। প্রথম ম্যাচে ইমন ছাড়া কারও ব্যাটে ইমপ্যাক্ট ছিল না। একাদশে উদীয়মানদের সুযোগ দেওয়া হলেও তারা রান করতে পারেননি। ওপেনার তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারীরা ব্যর্থ হন। ব্যাটিং ভালো না হলেও বোলিং দারুণ ছিল।

তিন পেসার মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানজিম সাকিব ভালো করেন। স্পিনে বাঁহাতি তানভির ইসলাম এক উইকেট পেলেও ইকোনমি ছিল চোখে পড়ার মতো। সে তুলনায় খরুচে ছিলেন সহঅধিনায়ক অফ স্পিনার শেখ মেহেদী। আজ দ্বিতীয় ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনা হতে পারে। মুস্তাফিজের জায়গায় দেখা যেতে পারে বাঁহাতি শরিফুল ইসলাম বা নাহিদ রানাকে। খেলতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচই বাংলাদেশ চাইবে ম্যাচ জিতে আজ সিরিজ নিশ্চিত করতে। অন্যদিকে স্বাগতিক সংযুক্ত আমিরাত চাচ্ছে দারুণ একটি কামব্যাকের মধ্য দিয়ে সিরিজ বাঁচাতে এবং সমতায় ফিরতে।