‘সংঘাত নয়, শান্তি চায় পাকিস্তান’

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই সন্ত্রাসী হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী- দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে টানা ১০ দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ড. মুসাদ্দিক মালিক বলেছেন, পাকিস্তান সংঘাত নয় শান্তি চায়। তিনি অভিযোগ করেছেন, ভারত তার অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থেকে মনোযোগ সরাতে পেহেলগাম ঘটনাকে কাজে লাগাচ্ছে।

প্রাইভেট নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এই মন্ত্রী জোর দিয়ে বলেছেন, পাকিস্তান ধারাবাহিকভাবে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে এবং এই ঘটনায় (পেহেলগাম) একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিয়েছে।

পাকিস্তান উত্তেজনা এড়িয়ে চলেছে দাবি করে করে মুসাদ্দিক বলেছেন, পাকিস্তান শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে জোর দিয়েছে।

পাক মন্ত্রী বলেন, আমরা কোনও হুমকি জারি করি নাই এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রেখে আমরা আমাদের সীমান্ত রক্ষা করে চলেছি।