শিক্ষক বাবার নামে ঠিকাদারি লাইসেন্স: যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজেস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা শিক্ষক বিল্লাল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তালিকাভুক্ত ঠিকাদার হিসেবে নিবন্ধিত হয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক সামাজিকমাধ্যম পোস্টের মাধ্যমে।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ঠিকাদারি লাইসেন্সের ছবি শেয়ার করেন সাংবাদিক সায়ের। তিনি লেখেন, “উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেনের নামে এলজিইডির তালিকাভুক্তি কপি হাতে এসেছে, যা ২০২৫ সালের ১৬ মার্চ কুমিল্লা জেলা কার্যালয় থেকে ইস্যু করা হয়েছে।”
লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমে বিষয়টি অস্বীকার করেন এবং সময় নিয়ে খোঁজ নেন। পরে তিনি সাংবাদিককে জানান, “লাইসেন্সটি সত্য, তবে এটি আমার জ্ঞাতসারে করা হয়নি।”
তিনি আরও বলেন, “একজন স্থানীয় ঠিকাদার আমার পিতাকে ঠিকাদারি লাইসেন্স করতে উৎসাহিত করেন। আমাদের পারিবারিকভাবে বিষয়টি জানা ছিল না। তদুপরি, এই লাইসেন্স ব্যবহার করে এখন পর্যন্ত কোনো প্রকল্পে অংশ নেওয়া হয়নি।”
সামাজিক মাধ্যমে বিষয়টি ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটি স্বার্থের দ্বন্দ্ব হিসেবে দেখলেও, অনেকে বলছেন যে পেশাদারী সততার দৃষ্টিকোণ থেকে এমন ঘটনা আরও স্বচ্ছতার দাবি রাখে।
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।