শহীদ মিনারে জুলাই অভ্যুত্থান নিয়ে নাটক ‘গারদের বন্দী’ মঞ্চায়ন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটক ‘গারদের বন্দী’ মঞ্চস্থ হয়েছে। নাটকটি প্রযোজনা করেছে স্বাপ্নিক থিয়েটার।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী ‘জাতীয় পথ নাট্যোৎসব-২০২৫’-এর ৬ষ্ঠ দিনে এই পথ নাটকটি মঞ্চায়িত হয়। যার পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
নাটকটির রচনা করেছেন হুসনে মোবারক, নির্দেশনায় ছিলেন এইচ এম তানভীর হাসান এবং সংগীত পরিচালনায় ছিলেন এইচ এম খালিদ হাসান।
নাটকটির মূল বিষয়- জুলাই অভ্যুত্থানের কোনো এক দিনে মাকে ‘পুটি মাছের ঝোল’ রান্না করতে বলে আন্দোলন অংশ নেয় একটি শিশু। একসময় শিশুটি পুলিশের গুলিতে শহীদ হয়। হতভাগা মা ‘পুটি মাছের ঝোল’ রান্না করে ছেলেকে খুঁজতে এসে তার লাশের খোঁজ পেয়ে বাকরুদ্ধ হয়ে যান। তাছাড়া, অন্যায়ভাবে আন্দোলনকারীদের গারদে আটকে তাদের দমিয়ে রাখার বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়।
নাটকটিতে অভিনয় করেছেন- তানভীর হাসান, ফারহান, শান্তা, ইয়াসিন শাকিল, রবিউল, কাউছার, শামীম, সামী, মিথিল, জয়, আরাফাত, শফিক, তাহনিক হাসানসহ আরও অনেকে। নাটকটির নির্দেশক এইচ এম তানভীর হাসান বলেন, জুলাই অভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে গেলেও সেই ক্ষত এখনো তাজা রয়েছে এবং সে ক্ষত মানুষ এখনো বয়ে বেড়াচ্ছে৷ সেই অভ্যুত্থানের দিনগুলোতে, ছাত্র-জনতা এমনকি শিশুদেরও নির্দয়ভাবে হত্যা করতে হাত কাঁপেনি স্বৈরশাসকের পালিত বাহিনীর। সেই দুর্বিষহ দিনগুলো মানুষকে বারবার মনে করিয়ে দিতেই আমাদের এই পথ নাটকের মঞ্চায়ন।
প্রসঙ্গত, ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ নাট্যপ্রেমী শিক্ষার্থীদের হাত ধরে স্বাপ্নিক থিয়েটারের জন্ম। সেই থেকে ঢাকা ও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক নাটক মঞ্চায়ন করে আসছে থিয়েটারটি। স্বাপ্নিক থিয়েটার মঞ্চায়িত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- কবি জসীম উদ্দীনের পল্লী বধূ, আবুল মনসুর আহমদের গল্প অবলম্বনে আপস জানাজা, মুক্তিযুদ্ধের নাটক ইদু কানার বউ, কমেডি নাটক কঞ্জুস সমাচার, ডাইনি প্রমুখ।