লস অ্যাঞ্জেলেস ম্যারাথনে বাংলাদেশের আল আমিন

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

লস অ্যাঞ্জেলেস ম্যারাথনের ৪০তম আসরে অংশ নেন বাংলাদেশের আল আমিন। তিনি নির্দিষ্ট সময়ে ম্যারাথন সম্পন্ন করেছেন বলে জানান। এটি ছিল লস অ্যাঞ্জেলেস ম্যারাথনের ৪০তম আসর।

‘রান ফর বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশের পতাকা হাতে অংশ নেন আল আমিন। যুক্তরাষ্ট্রে ম্যারাথনে অংশ নেয়া তার জীবনের একটি স্বপ্ন বলেও জানান তিনি। এতে অংশ নিয়ে তাকে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়।

এই ম্যারাথনের স্পন্সর ব্যাপারী এন্টারপ্রাইজ ও একটিভ পালসের পতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল আমিন। সেই সঙ্গে এই সফরে যারা তার পাশে ছিলেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি।

এর আগে, আল আমিন যুক্তরাজ্যের ব্রাইটন ২০২৪, সিডনি ম্যারাথন ২০২৪, টাটা মুম্বাই ম্যারাথন ২০২৩ সহ বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়েছেন।