র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের কাছেও জায়গা হারাল বাংলাদেশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
সমীকরণ মিলিয়েই গত মাসে মেয়েদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটেছিল বাংলাদেশ। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক পাকিস্তানের পর দ্বিতীয় ও শেষ দল হিসেবে নিগার সুলতানা জ্যোতির দল ওই যোগ্যতা অর্জন করে। ওয়ানডেতে অধারাবাহিক বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টিতে আরও ব্যাকফুটে। তারই ফল মিলল এই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে। যেখানে জ্যোতি-নাহিদাদের পেছনে ফেলে দিয়েছে আয়ারল্যান্ড।
গতকাল (শুক্রবার) মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে বার্ষিক হালনাগাদকৃত দলীয় র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। যেখানে শীর্ষ আটে থাকা দলগুলোর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে শীর্ষ দশের শেষ দুটি অবস্থানে পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১০ এবং তাদের স্থলাভিষিক্ত হয়েছে আইরিশরা।
পরবর্তীতে জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সফর করে। ওই সফরেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটের সিরিজেই হেরে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। কেবল তাই নয়, হোয়াইটওয়াশ হয়েছিল তিন ম্যাচের টি-টোয়েন্টিতে। ফরম্যাটটিতে বিপর্যস্ত হওয়ার ফলই হাতেনাতে পাওয়া গেল আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ে।
এরপর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১৫ এর মধ্যে যথাক্রমে অবস্থান করছে– থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। ১৬তম অবস্থানে থাকা আরব আমিরাতের মেয়েরা এবার নতুন করে ওয়ানডে মর্যাদা পেয়েছে। থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগী দেশ হিসেবে এই স্বীকৃতি পেল মধ্যপ্রাচ্যের দেশটি। তাদের জায়গা করে দিতে ওয়ানডে স্ট্যাটাস হারাল যুক্তরাষ্ট্র।