
মেহেরপুর প্রতিনিধি:
রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১২টার দিকে মেহেরপুরের-কুষ্টিয়া সড়কে শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন এবং মাইক্রোবাস চালক (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)।
আহতরা হলেন- গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনের দাদি ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোগীকে নিয়ে যাওয়ার সময় শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।
পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আক্তার বানু মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে চালক জামাল উদ্দিন ও শাহিনের মৃত্যু হয়।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, গাঁড়াডোব ও শ্যামপুরের ওই হতাহতরা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাত ১২ টার দিকে কুষ্টিয়া যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি নামক ওই স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে এই দুর্ঘটনা ঘটে। চালক জামাল উদ্দিন মাইক্রোবাসটির মালিক। নিহতদের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।