
ক্রীড়া ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে করে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন লস ব্লাঙ্কোদের কোচ কার্লো আনচেলত্তি। রিয়ালের পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বায়ার লেভারকুজেনের কোচ জাবি আলোনসো। এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি রিয়ালের সাবেক এই ফুটবলার।
রোববার সেন্ট পাউলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়ালে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় আলোনসোর কাছে। তবে এই বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা ভবিষ্যৎ নিয়ে কথা বলার সঠিক সময় নয়। এখন আমরা মৌসুমের এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছি।’
আলোনসো আরও বলেন, ‘আমি গুজব ও অনুমান নিয়ে কিছু বলতে চাই না। আমি বুঝি যে এসব চলছে, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানে কী ঘটছে।’
খেলোয়াড়ি জীবনে রিয়াল মাদ্রিদে পাঁচ বছর কাটিয়েছেন আলোনসো। লস ব্লাঙ্কোদের হয়ে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পান। ২০২২ সালের অক্টোবরে লেভারকুজেনের দায়িত্ব নেওয়ার পর, নিজের প্রথম শীর্ষ পর্যায়ের কোচিং ক্যারিয়ারে ক্লাবটিকে গত মৌসুমে অপরাজিত থেকে লিগ ও কাপ শিরোপা জেতান। যা বুন্দেসলিগার ইতিহাসে তাদের প্রথম শিরোপা জয়।