রাষ্ট্রীয় মর্যাদায় সমকালের নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলুর দাফন সম্পন্ন

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

নাটোর প্রতিনিধি:

দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসারের আখতার জাহান সাথী রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে ঈদগাহ মাঠে জানাযা শেষে গাড়ীখানা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রবীণ এই সাংবাদিক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার সকালে জানাযায় অংশ নেন সমকাল রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাসার, লালপুর প্রতিনিধি আশিকুর রহমান, সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদ, গুরুদাশপুর প্রতিনিধি নাজমুল হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চেীধুরী, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোরের তিনটি প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন উপজোর সাংবাদিকবৃন্দ। জেলার বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক পিপলুর বন্ধুরা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ তার জানাযায় অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নবীউর রহমান পিপলু ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে এই সাংবাদিক নিঃসন্তান ছিলেন। তিনি নাটোর শহরের আলাইপুর নিবাসী মৃত খন্দকার রশীদুর রহমানের ছেলে।