রাজশাহীতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের হানা, স্বামী-স্ত্রীকে কুপিয়ে মালামাল লুট

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

সাইফুল ইসলাম:

 

রাজশাহীর বাগমারা উপজেলায় খোকন চন্দ্র (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা খোকন ও তার স্ত্রীকে কুপিয়ে ওই ঘর থেকে টাকাপয়সা ও স্বর্ণ লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ মে) ভোরে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন দামনাশ গ্রামের বাসিন্দা খোকন চন্দ্র (৪০) ও তার স্ত্রী দীপ্তি রানী (৩২)। এ দম্পতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামনাশ বাজারে খোকনের একটি জুয়েলারি দোকান আছে। পরিবারে সঙ্গে ওই গ্রামেই থাকেন খোকন চন্দ্র।

পুলিশ ও আহত ব্যক্তিদের স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার ভোরে সাড়ে ৪টার দিকে পাঁচ-ছয়জনের একদল ডাকাত খোকন চন্দ্রের একতলা পাকা বাড়ির ছাদে ওঠে। ছাদ বেয়ে ঘরে প্রবেশ করে তারা। এ সময় বাড়ির বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয় ছিটকিনি। এক পর্যায়ে খোকন চন্দ্রের রুমে ঢুকে স্বামী-স্ত্রীর কাছ থেকে আলমারি ও সিন্দুকের চাবি চায় ডাকাতেরা। তারপর তারা সোনা ও অর্থ লুট করতে থাকে।

এ সময় খোকন চন্দ্র ও দীপ্তি রানী বাধা দিলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। পরে আহত ব্যক্তিদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খোকন চন্দ্রের মা পুষ্পা রানী (৭১) বলেন, ডাকাতেরা বাইরে থেকে ছিটকিনি দিয়ে রেখেছিল। ভোরে ছেলে ও ছেলের স্ত্রীর চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা দস্যুতার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে সোনা ব্যবসায়ী ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘরের কোনো মালামাল, টাকাপয়সা ও সোনাদানা লুটের প্রমাণ পাওয়া যায়নি। ঘরের ভেতরে থাকা আলমারি ও ড্রয়ার অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তবে একটি মোটরসাইকেল নিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।