
ডেস্ক রিপোর্ট:
এবার ফাত্তাহ সিরিজের সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের মিডিয়া উইং সোমবার (৫ মে) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটককে নিহতের ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। টানা ১১ রাতের মতো দেশ দুইটির বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি বিনিময় হয়েছে।
জিও নিউজ বলছে, এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তান দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত, ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও নির্ভুলতাসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিমিতি যাচাই করতে এই উৎক্ষেপণ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের এই উৎক্ষেপণ পাকিস্তান সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাসহ, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা পর্যবেক্ষণ করেছেন।
এই মহড়ায় জড়িত সেনা, বিজ্ঞানী ও ইঞ্জিয়ারদের অভিনন্দন জানিয়েছেন দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সহির শামশাদ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।