মোহামেডানের ড্রয়ের দিনে কিংসেরও ড্র

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান একই শিরোপার পথে রয়েছে। মোহামেডান যদি নিজেদের খেলাগুলো জিততে থাকে তাহলে লিগের ট্রফি তাদের ঘরেই যাবে, কিন্তু মোহামেডান সেই ধারা রাখতে পারছে না। গতকাল বসুন্ধরা কিংসের মাঠে লিগের খেলায় ফর্টিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান।

গোল হজম করে পিছিয়ে ছিল। সেই গোল শোধ করে হার থেকে ম্যাচ বাঁচিয়েছে। পয়েন্ট নষ্ট হলেও এখনো ট্রফি জয়ের সব সম্ভাবনাই মোহামেডানের পক্ষে রয়েছে। লিগে মোহামেডানের এটি দ্বিতীয় ড্র। ১৪ খেলায় মোহামেডানের পয়েন্ট ৩৫, হার একটি। লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে ফকিরাপুলের বিপক্ষে হেরেছিল।

লিগে এখনো চার ম্যাচ বাকি রয়েছে মোহামেডানের। মোহামেডান কাল ড্র করে এখন নিজেদের মধ্যে হিসাব করছে। কারণ আজকে ড্র হয়েছে, কালকে আরেক ম্যাচ হেরে যাবে, তাহলে লিগের ট্রফি নিয়ে সংশয় তৈরি হবে মনে করছেন সমর্থকরা।

অন্যদিকে মুন্সীগঞ্জে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ম্যাচে কোনো গোল হয়নি। ১৩ খেলায় আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার পথে রয়েছে। বসুন্ধরার পয়েন্ট ২৫। তারা চাইছে এএফসির টুর্নামেন্ট খেলতে। তাই রানার্সআপ হওয়ার লড়াইয়ের আশা এখনো ছাড়েনি। আবাহনী জানিয়েছে তারাও এএফসির টুর্নামেন্ট খেলতে চায়।