
বিনোদন ডেস্ক:
ফ্যাশন জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালার চলতি বছরের পর্দা নামল। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মর্যাদাপূর্ণ এই মেট গালাযর লাল কার্পেটে হেঁটে যেন এক ইতিহাস লিখলেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ অভিনেরা হিসেবে সবাইকে যেন বাকরুদ্ধ করলেন কিং খান।