মাদকের সঙ্গে সম্পৃক্ততায় কুবির ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫

সানজিদা মাহবুবা:

 

মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওয়াসিফুল ইসলাম সাদিফ, একই বর্ষের লোকপ্রশাসন বিভাগের আরিফ আশহাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রতœতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শাকিল খান।

জানা যায়, ৬ মে বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে হল প্রশাসন। পরে ওই রুমগুলোতে বসবাসকারী অভিযুক্ত চার শিক্ষার্থীর প্রাথমিকভাবে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া যায়।

শৃঙ্খলা কমিটির বরাতে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত তারা একাডেমিক কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না। এছাড়া তদন্ত চলাকালীন সময়ে হলে অবস্থান করতে পারবেন না।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিনকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান। কমিটির অন্য দুই সদস্য হলেন, সহকারী প্রক্টর নাহিদা বেগম ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট ড. সুমাইয়া আফরীন সানি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ততায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তারা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না।