
খুলনা প্রতিনিধি:
খুলনার সাতক্ষীরা মহাসড়কে শ্রমিকবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৪৮ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার মহাসড়কে গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত শ্রমিকদের অনেকেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা হলেন, আলমগীর হোসেন (২৭), রাজু (২৫), মনিরুল (৩০), সুজন (২৫) ও আবু সাঈদ (৩০)। এর মধ্যে সুজনের শারীরিরক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জনিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার সকালে খুলনার কয়রা উপজেলা সদর থেকে ৪৮ জন ধান কাটা শ্রমিকদের নিয়ে খুলনা ফিরছিল বাসটি। ফেরার পথে বাসটি ডুমুরিয়া উপজেলা গুটুদিয়ার মোড়ে পৌঁছালে হঠাৎ ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয়। মুহূর্তেই উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় ভেতরে থাকা শ্রমিকরা আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেকেই ফিরে যান।
খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিপুল বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর সড়কে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছি আমরা।