
সিরাজগঞ্জ প্রতিনিধি:
ধান কাটার মৌসুমে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হাইওয়ে ও আঞ্চলিক সড়কজুড়ে খড় শুকাতে দেখা গেছে কৃষকদের। এতে ছোট যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজি চালকদের জন্য সড়কগুলো হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।
শুক্রবার (১৬ মে) ও শনিবার উপজেলার কোনাবাড়ি এলাকায় হাইওয়ে মহাসড়কের ওপর খড় শুকাতে দেখা গেছে। একই চিত্র রায়দৌলপুর, ঝাঐল, ভদ্রঘাট ও জামতৈল ইউনিয়নের বিভিন্ন সড়কজুড়ে দেখা গেছে, যেখানে রাস্তাতেই ধান ও খড় বিছিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় মোটরসাইকেলচালক আব্দুর রাজ্জাক রাজ বলেন, খড়ের ওপর দিয়ে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় দুর্ঘটনা ঘটে।
ইজিবাইক চালক নুরু বলেন, রাস্তার ওপর খড় থাকায় কোথাও গর্ত আছে কিনা, বোঝা যায় না। কয়েকদিন আগে এক মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার গর্তে পড়ে যাই।
অন্যদিকে খড় শুকানো কৃষকরা বলছেন, বাড়িতে জায়গা নাই, তাই বাধ্য হয়ে রাস্তাতেই খড় শুকাতে হচ্ছে। গাড়িচালকদের সমস্যার বিষয়টি আমরা বুঝি, কিন্তু উপায় থাকে না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় খড় শুকানো যেমন বিপজ্জনক, তেমনি এটি আইন পরিপন্থি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
সাধারণ মানুষের অসুবিধার কথা জানানোর পরেও কামারখন্দ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, কৃষকদের সচেতন করার জন্য কৃষি অফিস কোনো উদ্যোগ নিয়েছি কিনা, সেটি আমার জানা নেই। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কোনো উদ্যোগ নাই। ব্লক সুপারভাইজার কিংবা উপজেলা কৃষি অফিসারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।