
নিজেস্ব প্রতিবেদক:
নিখোঁজের পরদিন রাজধানীর তেজকুনিপাড়া এলাকা থেকে রোজা মনি (৫) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে বিজয় সরণি উড়াল সড়কের নিচে ময়লার স্তূপে বস্তাটি পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, পরিবারের সঙ্গে তেজকুনিপাড়া এলাকায় থাকত রোজা মনি। তার বাবা নূরে আলম মালয়েশিয়াপ্রবাসী। মা শিল্পী বেগম। গতকাল সোমবার বিকেল থেকে শিশুটির খোঁজ মিলছিল না। পরে আজ সকাল ১০টার দিকে ময়লার স্তূপে বেওয়ারিশ বস্তাটি দেখতে পায় লোকজন। তারা বস্তা খুলে রোজা মনির মরদেহ দেখতে পায়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে, কারা এতে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে মতিঝিলের আরামবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মোমিন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোমিনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসেন রাকিব নামে এক যুবক। তিনি জানান, আরামবাগ কাঁচাবাজার এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন কারখানার কর্মী মোমিন। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর রাকিবও গোপনে চলে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যুবকের গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।