বোতলকাণ্ডে জবি শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদে আইনের ব্যাত্যয় ঘটেনি: পুলিশ

নিজেস্ব প্রতিবেদক:
তথ্য উপদেষ্টাকে পানির বোতল ছোড়ার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ইশতিয়াক হোসাইনকে জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, ব্যক্তিগত মানবাধিকার এবং প্রচলিত আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি জানিয়েছে তারা।
শুক্রবার (১৬ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ মে রাত আনুমানিক ১০টায় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের জন্য তথ্য উপদেষ্টা কাকরাইল মসজিদ এলাকার আশপাশে যান। মতবিনিময়ের একপর্যায়ে আন্দোলকারীদের মধ্য থেকে কে বা কারা একটি পানির বোতল ছুড়ে মারেন, যা আকস্মিকভাবে তার মাথায় গিয়ে আঘাত করে।
ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখতে এবং দোষী ব্যক্তিকে শনাক্ত করার উদ্দেশ্যে ঢাকা মহানগর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মোহাম্মদ ইশতিয়াক হোসাইন নামের এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করে।
পরে বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ৯টায় রাজধানীর আলুবাজার পুকুরপাড় এলাকার একটি মেস থেকে তাকে শনাক্ত করে ডিএমপির একটি দল নিজেদের হেফাজতে নেয়। এ সময় তার সঙ্গে মেসে বসবাসরত অন্য সদস্যদের তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করা হয়।
এরপর রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শুক্রবার (১৬ মে) দুপুর আনুমানিক ১২টায় তিনি ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং এজন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে লিখিত অঙ্গীকারনামা দিতে সম্মত হন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে পরিবারের জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী শুক্রবার দুপুরে তার পরিবারকে বিষয়টি জানানো হয় এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সন্ধ্যা আনুমানিক ৬টায় তাকে তার মায়ের কাছে শুক্রবার (১৬ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ মে রাত আনুমানিক ১০টায় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের জন্য তথ্য উপদেষ্টা কাকরাইল মসজিদ এলাকার আশপাশে যান। মতবিনিময়ের একপর্যায়ে আন্দোলকারীদের মধ্য থেকে কে বা কারা একটি পানির বোতল ছুড়ে মারেন, যা আকস্মিকভাবে তার মাথায় গিয়ে আঘাত করে।
ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখতে এবং দোষী ব্যক্তিকে শনাক্ত করার উদ্দেশ্যে ঢাকা মহানগর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মোহাম্মদ ইশতিয়াক হোসাইন নামের এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করে।
পরে বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ৯টায় রাজধানীর আলুবাজার পুকুরপাড় এলাকার একটি মেস থেকে তাকে শনাক্ত করে ডিএমপির একটি দল নিজেদের হেফাজতে নেয়। এ সময় তার সঙ্গে মেসে বসবাসরত অন্য সদস্যদের তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করা হয়।
এরপর রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শুক্রবার (১৬ মে) দুপুর আনুমানিক ১২টায় তিনি ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং এজন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে লিখিত অঙ্গীকারনামা দিতে সম্মত হন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে পরিবারের জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী শুক্রবার দুপুরে তার পরিবারকে বিষয়টি জানানো হয় এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সন্ধ্যা আনুমানিক ৬টায় তাকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।