
ক্রীড়া ডেস্ক:
রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ভারতের টেস্ট অধিনায়কের পদ ফাঁকা। এই জায়গায় সহজ নাম হতে পারত সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। ভারপ্রাপ্ত হিসেবে যখনই দায়িত্ব পেয়েছেন নিজের নেতৃত্বের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তবে ওয়ার্কলোড বিবেচনায় ডানহাতি পেসারকে অধিনায়ক হিসেবে ভাবছে না ভারত। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে শুভমান গিল।
বিসিসিআই সূত্র জানায়, আগামী জুনে ইংল্যান্ড সফরের আগেই নতুন অধিনায়কের নাম চূড়ান্ত করা হতে পারে। ২০ জুন লিডসের হেডিংলিতে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজ দিয়েই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। সেখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গিলের কাঁধে দায়িত্ব তুলে দিতে চায় নির্বাচকরা।
যদিও টেস্ট কিংবা ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই গিলের, তবে ২০২৪ সালের জিম্বাবুয়ে সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এছাড়া আইপিএল দল গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে, অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহকে টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনায় না রাখার পেছনে রয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি। সম্প্রতি পিঠের চোট থেকে ফেরা বুমরাহকে সিরিজের কিছু ম্যাচে বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। যদিও গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি।
২৫ বছর বয়সী গিল ২০২০ সালে মেলবোর্নে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন। তার মোট সংগ্রহ ১৮৯৩ রান, গড় ৩৫.০৫। এর মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরি। এই মাসের শেষদিকে ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করবে জিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। সব ঠিক থাকলে, ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু হতে পারে শুভমান গিলের হাত ধরে।