বিসিবির অনুমতি পেলে আমিরাত থেকে সরাসরি দিল্লি যাবেন মুস্তাফিজ

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করায় দেশে ও বিদেশে ব্যাপক সাড়া পড়েছে। দিল্লির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দেওয়ার পর তা দ্রুতই ব্রেকিং নিউজ হয়ে ওঠে বাংলাদেশে। একইসঙ্গে ভারতীয় গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজকে দলে নেয় দিল্লি।

দিল্লি ক্যাপিটালস বাঁহাতি এই পেসারকে এক মৌসুমের জন্য ৬ কোটি রুপিতে দলে ভেড়ায়, যা প্রতি ম্যাচে প্রায় ৪২ লাখ ৮৫ হাজার রুপি সম্মানী নিশ্চিত করে। ২০২৫ সালের নিলামে কোনো বাংলাদেশি খেলোয়াড় না থাকায় অনেকেই ধারণা করছিলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন এর কারণ। কিন্তু দিল্লির এই সিদ্ধান্ত সেই ধারণা ভুল প্রমাণ করেছে।

এদিকে মুস্তাফিজ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতেই তিনি গেছেন, যা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ মে শারজাহতে।

অন্যদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা দেখা গেছে। রিশাদ হোসেন ও নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে পিএসএল দলগুলো। একইসঙ্গে লাহোর কালান্দার্স দলে যুক্ত করেছে সাকিব আল হাসানকে, যিনি ইতোমধ্যে বিসিবির কাছে পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন।

আইপিএলের পয়েন্ট তালিকায় দিল্লি ক্যাপিটালস এখনও সেরা চারে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছে। তাদের সামনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ—১৮ মে গুজরাট টাইটান্স, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। এর মধ্যে গুজরাটের বিপক্ষে ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, আর সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে খেলাতে চায় দিল্লি।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির কাছ থেকে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণের অনুমতি বা এনওসি (অনাপত্তিপত্র) ইস্যু করা হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ জানিয়েছে, এখনও বিসিসিআই বা দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। তবে আইপিএলে নাম দেওয়ার সময় সাধারণত এনওসির বিষয়টি চূড়ান্ত হয়।

জাতীয় দলের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমাদের দলে পাঁচজন পেসার আছে। দুটি ম্যাচের সিরিজে একজন না থাকলেও তেমন সমস্যা হবে না। ফলে টিম ম্যানেজমেন্ট চাইলে মুস্তাফিজকে ছাড়তে পারে।’

যদিও বিসিবির অন্য একটি সূত্র বলছে, মুস্তাফিজ ১৯ মে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে আমিরাত থেকে দিল্লি যেতে পারেন। তবে যদি বিসিবি ও টিম ম্যানেজমেন্ট সম্মতি দেয়, তাহলে তিনি ১৭ মের আগেই দিল্লিতে পৌঁছে গুজরাটের বিপক্ষে ম্যাচে অংশ নিতে পারেন।