খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর নির্বাচক থেকে অধিনায়ক সবাইকে যে প্রশ্নটার সবচেয়ে বেশি মুখোমুখি হতে হচ্ছে, সেটা হচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন কেন দলে নেই। বিপিএলের সর্বশেষ আসরে দারুণ পারফর্মের পর সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন সাইফউদ্দিন।
তাসকিনের সঙ্গে যৌথভাবে সিরিজের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও (৮ উইকেট) ছিলেন তিনি। তবুও নির্বাচকদের মন জয় করতে পারেননি। তার সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকার টিকিট পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সাইফউদ্দিনকে নিয়ে চারদিকে তুমুল আলোচনা চললেও এই অলরাউন্ডার চুপই ছিলেন। তবে এবার বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল ছবি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন। নিজের ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, শুভকামনা বাংলাদেশ দলের জন্য। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন প্রার্থনা ও লাভ ইমোজি।