বিয়ে না করার সিদ্ধান্তেই ভেঙেছিল জন-বিপাশার প্রেম

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

বলিউডে টানা এক দশক ধরে রাজত্ব করা আলোচিত তারকা যুগল জন আব্রাহাম ও বিপাশা বসু। হলিউডের আলোচিত সিনেমা ‘বডি হিট’ এর ছায়া অবলম্বনে নির্মিত বলিউড সিনেমা ‘জিসম’-এ আবেদনময়ী রূপে দেখা যায় বিপাশা বসুকে, পর্দায় জন আব্রাহামের সঙ্গে বিপাশার রসায়ন তখন ছিল তুমুল চর্চার বিষয়। ২০০৩ সালে মুক্তি পাওয়া অমিত সাক্সেনার ইরোটিক থ্রিলারটি চমকে দিয়েছিল দর্শকদের। এই সিনেমার শুটিংয়েই রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েন জন-বিপাশা। তবে তাদের বিয়ে নিয়ে যখন গুঞ্জন শোনা যাচ্ছিল, তখনই ভেঙে যায় দুজনের সম্পর্ক।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কী কারণে জন ও বিপাশার সম্পর্ক ভেঙে যায়, সে বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি। তবে এটা নিশ্চিত, কিছু একটা নিয়ে তাদের মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল। পরে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে সেই ইঙ্গিত পাওয়া যায়।

সাবেক কি বন্ধু হতে পারেন? এমন প্রশ্নের উত্তরে বিপাশা বলেছিলেন, ‘অবশ্যই, কেন নয়। তবে সেই সাবেক যদি খুব বাজে লোক না হন।’ অভিনেত্রীর এই উত্তরের মধ্যই অনেক কিছু লুকিয়ে আছে।

এর আগে টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বিপাশা স্বীকার করে নেন, বিচ্ছেদের আগে জনের সঙ্গে তার সম্পর্ক মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না। বিপাশার ভাষ্যে, ‘যখন সবকিছু ঠিকভাবে চলে না, তখন দুজনেই বুঝে যান এবার আলাদা হওয়ার সময় এসেছে।’

‘জিসম’-এর পর থেকে প্রায় এক দশক প্রেম ছিল বিপাশা ও জনের। দীর্ঘদিন দুজন একসঙ্গে থেকেছেন। জনকে বিয়ের কথাও ভেবেছিলেন অভিনেত্রী। অনেকে মনে করেন, বিয়ে করা নিয়েই দুজনের মধ্যে ঝামেলার সূত্রপাত। বিপাশা বিয়ে করতে চাইলেও জন এতে রাজি ছিলেন না। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম সম্পর্ক আর এগোবে না। কারণ, অনেক কিছু নিয়েই বনিবনা হচ্ছিল না। দুজনেরই সম্পর্ক নিয়ে আলাদা আলাদা দর্শন ছিল, হয়তো আমিই মানিয়ে নিতে পারিনি।’

গুঞ্জন আছে, বিপাশার সঙ্গে সম্পর্ক থাকাকালীন জন প্রিয়া রাঞ্চালের সঙ্গে প্রেম করতেন, যা সহজভাবে নিতে পারেননি অভিনেত্রী। অনেকবারই সাক্ষাৎকারে ‘প্রতারণার শিকার’ হওয়ার কথা বলেছেন অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিপাশা বলেছিলেন, ‘বিচ্ছেদ ভালো বা মন্দ হোক, একটা সময় সবারই ক্ষত শুকিয়ে যায়। তবে কেউ প্রতারণা করলে তাকে ক্ষমা করা কঠিন।’ সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এটা কি জনকে উদ্দেশ করে বলেছেন? উত্তরে মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী।

বিপাশার এই সাক্ষাৎকারের কয়েক মাস পর জন সাক্ষাৎকার দেন। সেখানে বিপাশার নাম উল্লেখ না করে তিনি প্রতারণার অভিযোগ অস্বীকার করেন। ‘প্রতারণা শব্দটি আমার ডিএনএতে নেই,’ বলেন জন।

বিচ্ছেদের পর অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্ক হয় বিপাশার। ২০১৪ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে প্রেমে পড়েন তারা। ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই তারকা যুগল। ২০২২ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান দেবীর।

অন্যদিকে ২০১৪ সালে প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন জন। অভিনেতা এখনো নিয়মিত সিনেমায় অভিনয় করলেও বিপাশাকে আর আগের মতো বড় পর্দায় পাওয়া যায় না।