বিমানবন্দর থেকে ফেরত বাফুফের কিরণ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

গতকাল বিকেল থেকেই ফুটবলাঙ্গনে আলোচনা বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বিদেশ যেতে পারেননি। তাঁকে নাকি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। এর সত্যতা জানতে কয়েকবার ফোন দেওয়া হলেও সাড়া মেলেনি কিরণের কাছ থেকে। তবে বাফুফের একটি সূত্র গতকাল সমকালকে নিশ্চিত করেছে, কিরণ বিদেশ যেতে পারেননি। বর্তমানে তিনি বাসায়ই আছেন।

১৫ মে প্যারাগুয়েতে অনুষ্ঠেয় ফিফার ৭৫তম কংগ্রেসে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং নারী ফুটবল কমিটির চেয়ারম্যান কিরণের যোগ দেওয়ার কথা। মঙ্গলবার ভোর ৪টায় ছিল ফ্লাইট। তাবিথ ও ইমরান বিমানে উঠতে পারলেও কিরণকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কী কারণে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বাফুফের এই সদস্যকে, তা জানা যায়নি।

বাফুফের নির্বাহী কমিটির সদস্য কিরণ এশিয়ান ফুটবল কনফেডারেশনেরও সদস্য। এর আগে ফিফা কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। আগের কমিটির মতো বাফুফের নতুন কমিটিতেও নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কিরণ।