বিপিএলের কাজ বরাদ্দে অনিয়ম

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

বিসিবির বিরুদ্ধে টেন্ডার অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকার বাইরে থেকে ভেন্ডরদের কাজ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত বিপিএলে এডুটেকস লিমিটেড ও ইন্টারঅ্যাকটিভ লিমিটেডকে নিয়মবহির্ভূতভাবে কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এডুটেকস বিপিএলের থিম সং তৈরি ও টুর্নামেন্টে ডিজের কাজ পেয়েছিল। আর ইন্টারঅ্যাকটিভকে কাজ দেওয়া হয় পাঁচ ক্যাটেগরিতে। খোঁজ নিয়ে জানা গেছে, এই দুটি কোম্পানি বিসিবির বিজ্ঞাপনে বেঁধে দেওয়া সময়ে তালিকাভুক্ত হয়নি। পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী তিন বছরের ভেন্ডর তালিকাভুক্ত করা হয়েছে। যে তালিকায় না থাকলেও আটটি ক্যাটেগরিতে কাজ দেওয়া হয় দুটি প্রতিষ্ঠানকে।

বিপিএল একাদশ আসরের বিভিন্ন কাজের জন্য ভেন্ডর তালিকাভুক্ত করার বিজ্ঞাপন অনুযায়ী এনলিস্টেড হওয়ার শেষ সময় ছিল ১৪ অক্টোবর। কোনো অজানা কারণে এক দিন বাড়িয়ে ১৫ অক্টোবর করা হয় বিজ্ঞাপন দিয়ে। সে অনুযায়ী ৬৯টি কোম্পানি তালিকাভুক্ত হয় বিপিএলের কাজ পাওয়ার জন্য। এই তালিকা থেকে ডিজাইন, প্রিন্টিং, চিত্রকর্ম, বিজ্ঞাপন, ক্রিয়েটিং সার্ভিস, আইটি সাপোর্ট, ব্র্যান্ডিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজ্ঞাপন তৈরির কাজগুলো দেওয়ার কথা। অথচ কাজ দেওয়া হয় নিবন্ধিত তালিকার বাইরের দুই কোম্পানিকে। এ দুই কোম্পানিকে কাজ পাইয়ে দিতে মার্কার দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। ২১ নভেম্বর এডুটেকস আর ৮ ডিসেম্বর ইন্টারঅ্যাকটিভ প্রতিটি ক্যাটেগরির জন্য ১৫ হাজার টাকা জমা দেয় ওয়ান ব্যাংকে।

অনিয়মতান্ত্রিক ভেন্ডর নিয়োগ এবং কাজ দেওয়ার পেছনে কার হাত আছে, জানতে চাওয়া হলে বিসিবির টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর যে তালিকা পেয়েছি, সেখানে এডুটেকস ও ইন্টারঅ্যাকটিভ আছে।’

বিসিবির এ পরিচালক জানেন না দেওয়ার কথা। অথচ কাজ দেওয়া হয় নিবন্ধিত তালিকার বাইরের দুই কোম্পানিকে। এ দুই কোম্পানিকে কাজ পাইয়ে দিতে মার্কার দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। ২১ নভেম্বর এডুটেকস আর ৮ ডিসেম্বর ইন্টারঅ্যাকটিভ প্রতিটি ক্যাটেগরির জন্য ১৫ হাজার টাকা জমা দেয় ওয়ান ব্যাংকে। অনিয়মতান্ত্রিক ভেন্ডর নিয়োগ এবং কাজ দেওয়ার পেছনে কার হাত আছে, জানতে চাওয়া হলে বিসিবির টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর যে তালিকা পেয়েছি, সেখানে এডুটেকস ও ইন্টারঅ্যাকটিভ আছে।’

বিসিবির এ পরিচালক জানেন না নিয়মবহির্ভূতভাবে ভেন্ডর তালিকাভুক্তির বিষয়টি। এ ব্যাপারে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্রশাসনিক বিভাগ তালিকা করে থাকে। তারা ভালো বলতে পারবে। আমাদের কাছে যে তালিকা আছে, তাতে কাজ পাওয়া দুটি কোম্পানি নিবন্ধিত।’ তিনি নির্ধারিত সময়ের পরে ভেন্ডর তালিকাভুক্তির বিষয়ে কিছু বলতে পারেননি।

গত সেপ্টেম্বরে টেন্ডার অ্যান্ড পারচেজ বিভাগের চেয়ারম্যান ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এডুটেকস ও ইন্টারঅ্যাকটিভ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে বোর্ডে কয়েকটি ভেন্ডরকে তালিকাভুক্ত করেছি। যে দুই কোম্পানির কথা বলা হচ্ছে, তারা আগে থেকেই বিসিবিতে কাজ করত। এ কারণে কাজ পেয়েছে।’

এ ব্যাপারে বিসিবি পরিচালকদের কাছে জানতে চাওয়া হলে দু’জন বলেন, ‘এই কোম্পানিগুলোর সঙ্গে আমাদের পরিচয় হয়েছে প্রেজেন্টেশন দেওয়ার সময়। কীভাবে তালিকাভুক্ত হয়েছে, তা জানা নেই।’

বিসিবির একজন কর্মকর্তা জানান, সভাপতি তাঁর ক্ষমতাবলে কয়েকটি ভেন্ডর তালিকাভুক্ত করেছেন। যদিও বিসিবির গঠনতন্ত্রে সভাপতিকে অতীব জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। গঠনতন্ত্রে বলা হয়েছে, তিন কার্যদিবস থাকলে যে কোনো সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে। ন্যূনতম সময় থাকলে তিনজন পরিচালকের উপস্থিতিতে জরুরি সভা করে সিদ্ধান্ত নিতে হবে। বিপিএলের ভেন্ডর তালিকাভুক্তকরণ বা কাজ দেওয়ার ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ।