বাবার চার বিয়ে দেখে অভিনেত্রীর ৬ সম্পর্ক, টেকেনি একটাও!

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫

বিনোদন ডেস্ক :

৯০ দশকের কনডমের বিজ্ঞাপন থেকে শুরু করে সাহসী ব্যক্তিত্ব, সবটা নিয়েই ভারতীয় অভিনেত্রী পূজা বেদী থাকতেন চর্চায়। অভিনয় তো বটেই, পূজার ব্যক্তিগত জীবন নিয়েও কম জলঘোলা হয়নি। তবে এই অভিনেত্রীর প্রেমের জীবন ছিল দারুণ রঙিন।তার বাবা-মা কবীর এবং প্রতিমার সম্পর্ক ছিল খোলা খাতার মতো, তাছাড়াও কবীর একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন। আর তেমনভাবেই পূজার জীবনে এসেছে একাধিক প্রেম।

অভিনেত্রী পূজার জীবনে এসেছে একাধিক প্রেম। তার হাই প্রোফাইল সম্পর্ক ছিল অভিনেতা, প্রযোজক এবং গায়ক আদিত্য পাঞ্চোলির সঙ্গে। জরিনা ওয়াহাবের সঙ্গে আদিত্যের সম্পর্কের টানাপোড়েন শুরু হলে পূজার সঙ্গে তার সম্পর্ক গভীরতা পায়। কিন্তু পূজার পরিচারিকার সঙ্গে আদিত্যর সম্পর্কে জড়িয়ে যাওয়ায় পূজা-আদিত্যের সম্পর্কে ইতি পড়ে।১৯৯৪ সালে ফারহান ফার্নিচারওয়ালাকে প্রথম বিয়ে করেছিলেন পূজা। প্রেমে পড়ে পূজা বিয়ে করেছিলেন ফারহানকে। তার জন্য ধর্মও পরিবর্তন করেছিলেন তিনি। তখন পূজার নাম হয়েছিল নুরজাহান। তারা আলায়া এবং ওমর নামে দুই সন্তানেরও জন্ম দেন। কিন্তু তাদের বিয়ের ১২ বছর পর তাদের বিচ্ছেদ হয়।

এরপর ‘নাচ বলিয়ে ৩’-এর সেটে তার কোরিওগ্রাফার হানিফ হিলালের প্রেমে পড়েন পূজা। তবে এই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। পূজা এবং হানিফ ২০০৮ সালে আলাদা হয়ে যান।

এরপর ‘বিগ বস ৫’-এর আকাশদীপ সায়গলের সঙ্গে নাম জড়িয়েছিল পূজার। আকাশদীপ তার বাইসেপে পূজার নামও ট্যাটু করিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সম্পর্কটি স্থায়ী হয়নি। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

এরপর আরও একটি সম্পর্কে জড়িয়ে নাকি ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি মানেক কন্ট্রাক্টরের সঙ্গে বাগদান সারেন পূজা। তারপর অবশ্য তাদের বিয়ের কোনো খবর পাওয়া যায়নি।

এ সকল সম্পর্ক নিয়ে অকপটে এক সাক্ষাৎকারে নানা কথা বলেছিলেন অভিনেত্রী। অভিনেত্রী তার বাবার উদাহরণ দিয়ে বলেছিলেন, ‘জীবনের অভিজ্ঞতাগুলো আপনাকে আরও শক্তিশালী করে তুলবে, খারাপ করে দেবে না। একটা বিয়ে যদি কার্যকর না হয়, তবে দ্বিতীয়টা হবে না এমন কোনো কথা নেই। আমার বাবা (কবীর বেদী) চারবার বিয়ে করেছেন। তিনি কিছু চমৎকার নারীকে বিয়ে করেছেন, আমি খুব ভালো ভালো সৎ মা পেয়েছি।’