বাজাজের নতুন মোটরসাইকেলে আধুনিক ফিচার

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

আপনি যদি একটি স্টাইলিশ, শক্তিশালী এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী স্পোর্টস বাইক খুঁজেন, তাহলে বাজাজ পালসার এফ২৫০ একটি ভালো পছন্দ হতে পারে। এর আধুনিক ফিচার, শক্তিশালী ইঞ্জিন এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা এটি একটি জনপ্রিয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বাজাজ পালসার এফ২৫০ একটি সেমি ফেয়ারড ডিজাইনের মোটরসাইকেল, যা দেশের বাজারে হাই সিসি সেগমেন্টে নতুন একটি মাত্রা যুক্ত করেছে। মোটরসাইকেলটির ডিজাইন থেকে শুরু করে প্রতিটা বিষয় নিখুতভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে।

চলুন জেনে নেয়া যাক মোটরসাইকেলটি সম্পর্কে

ইধলধল চঁষংধৎ ঋ২৫০
বাজাজ পালসার এফ২৫০-মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ২৫০ সিসির হাই পারফরমেন্স সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৮,৭৫০ আরপিএম-এ ২৪.১ হর্সপাওয়ার শক্তি এবং ৬,৫০০ আরপিএম-এ ২১.৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চ গতির জন্য মোটরসাইকেলটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে।

নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল অইঝ ব্রেকিং সিস্টেম। মোটরসাইকেলটির সামনে রয়েছে টেলিস্কোপিক এবং পেছনে নাইটরক্স মনোশক সাসপেনশন। ফলে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। যার সামনে থাকছে ১০০ সেকশন এবং পেছনে ১৩০ সেকশনের টায়ার। মোটরসাইকেলটির ওজন প্রায় ১৬৮ কেজি।

মোটরসাইকেলটি প্রতি লিটারে ৩৫-৪০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে মোটরসাইকেলটির দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা। তবে বাজারে মোটরসাইকেলটির অফার মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকায়।

বাজাজ পালসার এফ২৫০ এর প্রধান প্রতিযোগী হিসেবে বাজারে রয়েছে সুজুকি জিক্সার এস-এফ ২৫০। এই মডেলটির তুলনায় পালসার এফ২৫০ এর ডিজাইন, পারফরম্যান্স এবং দাম বেশ প্রতিযোগিতামূলক বলে ধারণা করা হচ্ছে।