
নিজস্ব প্রতিবেদক :
বংশাল থানা এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) ভোরে মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯), আমির হামজা (১৯) এবং মো. আকাশ রহমান তানভীর (২২)।
বংশাল থানার বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ১৬ মে সকাল ১০টায় মানিকগঞ্জ থেকে শুভযাত্রা পরিবহনের একটি বাস বংশাল থানাধীন ফুলবাড়ীয়া বাস টার্মিনালে পৌঁছায়। রাত সাড়ে ৯টায় বাসটি কাজী আলাউদ্দিন রোডস্থ ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের মেইন গেটের সামনে পার্কিং করে বাসের হেলপার মো. খাইরুল ইসলাম বাসের ভেতর ঘুমিয়ে পড়েন।
রাত ১১টায় আরেক শুভযাত্রা বাসের হেলপার কাকন এবং তার মামাতো ভাই আরব আলী বাসে প্রবেশ করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ খাইরুল ইসলামের শরীরে তাপ অনুভব হলে তিনি ঘুম থেকে উঠে দেখেন, বাসের ড্রাইভিং সিটের পেছনে আগুন লেগেছে। জীবন বাঁচাতে তিনি জানালা খুলে বাস থেকে লাফিয়ে নামেন। সঙ্গে সঙ্গে কাকনও বাস থেকে লাফিয়ে নেমে পড়েন, তবে আরব আলী ভেতরে আটকা পড়েন।
তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আরব আলীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় বাসের হেলপার মো. খাইরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে বংশাল থানায় একটি মামলা করা হয়।
ডিসি তালেবুর রহমান জানান, পূর্ব পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা ও সম্পত্তির ক্ষতি করা হয়। এতে নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং বাসের সিট ও জানালা পুড়ে প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়।