
ক্রীড়া ডেস্ক :
শঙ্কাটাই সত্যি হতে যাচ্ছে শেষ পর্যন্ত। ম্যাট হেনরি সেমিফাইনাল ম্যাচেই পেয়েছিলেন আঘাত। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাকে দেখা যাবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। ধারণা করা হচ্ছিল, হয়ত ম্যাচের আগে ফিট নাও হতে পারেন এই পেসার। সেই শঙ্কাটাই হলো সত্যি। অন্তত ফাইনালের ঘণ্টাখানেক আগে ম্যাট হেনরি যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে বড় ধাক্কাই খেয়েছে কিউই শিবির।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালের ঘণ্টাখানেক আগে ওয়ার্মআপে ম্যাট হেনরিকে দেখা গেল কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে কিউই পেসার ম্যাট হেনরি থাকছেন না ফাইনালে। সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও হটস্টারে ক্রিকেট বিশেষজ্ঞ ভূমিকায় থাকা আম্বাতি রাইডু নিজেও জানালেন, ফাইনাল খেলা হচ্ছে না কিউই পেসারের। তার মন্তব্য, পরিস্থিতি দেখে মনে হচ্ছে না ম্যাট হেনরি ফাইনালে খেলবে।
বিস্তারিত আসছে…