প্রেমে পড়েছেন এইজা

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

টেনিস তারকা গ্রিগরি দিমিত্রভের প্রেমে পড়েছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী এইজা গঞ্জালেজ। হলিউডের বাতাসে এখন এ গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে। কয়েক মাস আগেও মডেল গাই বিনসের সঙ্গে ‘বেবি ড্রাইভার’-খ্যাত অভিনেত্রী এইজাকে ঘুরে বেড়াতে দেখা গেছে। যে কারণে বিনসের সঙ্গে বিচ্ছেদ এবং টেনিস তারকার সঙ্গে এইজার প্রেম নিয়ে অনুরাগীদের মনে নানা কৌতূহল তৈরি হয়েছে। তবে প্রেমে পড়ার বিষয়টি যে নিছক গুজব নয়, তা নিশ্চিত করেছে এম স্পোর্টস।

এ সংবাদমাধ্যম আরও জানিয়েছে, বুলগেরিয়ান টেনিস সেনসেশন গ্রিগর দিমিত্রভ এখন খেলার বদলে সংবাদ শিরোনামে বেশি আসছেন তাঁর নতুন প্রেমকে কেন্দ্র করে। ৩৩ বছর বয়সী এ ক্রীড়াবিদকে সম্প্রতি মাদ্রিদে এইজা গঞ্জালেজের সঙ্গে দেখা গেছে, যা দু’জনের মধ্যে একটি উদীয়মান সম্পর্কের গুজব ছড়িয়ে দিয়েছে। মাদ্রিদের রাস্তায় হাতে হাত রেখে তাদের হেঁটে বেড়ানোর ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অন্যদিকে ইনস্টাগ্রামে দিমিত্রভ কোনো প্রকার রাখঢাক না রেখেই এইজা গঞ্জালেজের প্রশংসায় মেতেছেন। পোস্টে ‘তুমি কি আমার সঙ্গে মজা করছ’ বলে হৃদয়গ্রাহী ইমোজিসহ একটি ফ্লার্টেটিং মেসেজ দিয়েছেন দিমত্রভ। এ ছাড়া মায়ামিতে ডেভিড ইয়ুরম্যানের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেও এই জুটিকে এক সঙ্গে দেখা গেছে। যা থেকে উপস্থিত অতিথিদের তাদের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

এদিকে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে ক’দিন আগে একটি ম্যাচ চলাকালীন সময়ে। সেদিন দর্শক বক্স এইজার উপস্থিতি এবং তাকে দেখে দিমিত্রভকে উল্লাসে মেতে ওঠা অনুরাগীদের জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।